ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ

প্রকাশিত: ০৫:০৭, ৩ মে ২০১৮

সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায়  ক্ষতিপূরণ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ২ মে ॥ সুনামগঞ্জ পৌর শহরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহতের ঘটনা নিষ্পত্তি হয়েছে। পৌর মেয়রের উদ্যোগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নিহতের পরিবারকে নিয়ে এক বৈঠকে পৌনে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে ঘটনার নিষ্পত্তি হয়। মঙ্গলবার বিকেল চারটায় সুনামগঞ্জ সদর থানায় আপোসের প্রথম উদ্যোগে পক্ষগুলোর মধ্যে কোন সমঝোতা না হওয়ার পর সন্ধ্যায় আরেক দফা বৈঠকে নিষ্পত্তি হয়। থানায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে ঘটনার দায় নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অস্বীকার করলে উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত সুষ্ঠু তদন্তসাপেক্ষে সমাধানের আশ^াস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আবারও সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার হাবিবউল্লাহ জুয়েলসহ আপোস বৈঠকে চালকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৭৫ হাজার টাকা দিতে রাজি হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার সিংহ। নিহতের পরিবার জানাায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালকের পক্ষ থেকে ঘটনার জন্য নিহত হৃদয়ের পরিবারের কাছে ক্ষমা চান ইউএনও প্রদীপ কুমার সিংহ এবং তার বিনয়ী আচরণে ঘটনাটি শান্তিপূর্ণ সমাধান হয়। বিষয়টি মেনে নেন হৃদয়ের বাবা-চাচা স্বজনসহ জেলা ছাত্রলীগের দায়িত্বশীল নেতারাও এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন। সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় মল্লিকপুর বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনাটিকে ধামাচাপা দিতে নানা টালবাহানা শুরু করেন ইউএনও। নিহত কলেজছাত্র শহরের হাছন নগর শান্তিবাগ আবাসিক এলাকার মোঃ শাহ জামালের ছেলে রুহুল আমীন হৃদয় (২৩)। সে সুনামগঞ্জ সরকারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রলীগ নেতা।
×