ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে পিয়ার রিভিউ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৫:০২, ৩ মে ২০১৮

ইউজিসিতে পিয়ার  রিভিউ শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালা

পিয়ার রিভিউ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ৩০ এপ্রিল তারিখে ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কোয়ালিটি এসিউরেন্স ইউনিট, ইউজিসি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি অনুষ্ঠানে প্রধাঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি ও ড. মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ^ব্যাংক, ঢাকা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রধান, কোয়ালিটি এসিউরেন্স ইউনিট, ইউজিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সোহেল আহমেদ, উপ-প্রকল্প পরিচালক, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন যে, বর্তমান বিশে^র সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। সেলফ এ্যাসেসমেন্ট রিপোর্টের পিয়ার রিভিউ শিক্ষার গুণগতমান নিশ্চিতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকল্পে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়সমূহে আইকিউএসি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।-বিজ্ঞপ্তি।
×