ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৫, ৩০ এপ্রিল ২০১৮

গাইবান্ধায় মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ এপ্রিল ॥ পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ৯নং ওয়ার্ডের সচেতন নাগরিক ও জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌরসভা কার্যালয়ের সম্মুখে এবং প্রেসক্লাব চত্বর কাচারী বাজারে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তফা বাবু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, আবু এমরান, সমাজসেবক আব্দুল ওয়াহেদ, শামছুল আলম, মাকছুদা বেগম, লাভলী বেগম প্রমুখ। বক্তারা বলেন, এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত ও কাউন্সিলরের সুনাম ক্ষুণœ করতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ দিনমজুর, দুই পৌর কর্মচারীসহ নামে বেনামে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সুনাম ক্ষুণœ করার তৎপরতা চালাচ্ছে। বক্তব্যে উল্লেখ করা হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা অবশ্যই মিথ্যা হিসেবে প্রমাণিত হবে। সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা গাইবান্ধা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও পৌর কাউন্সিলর ইউনুস আলী শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত ২টি মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
×