ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় সংঘর্ষে আহত ১০ ॥ আটক ছয়

প্রকাশিত: ০৬:৪২, ২৯ এপ্রিল ২০১৮

বি’বাড়িয়ায় সংঘর্ষে আহত ১০ ॥ আটক ছয়

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সাদেকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে এলাকার বিভিন্ন বংশের লোকদের নিয়ে বিভিন্ন কটূক্তি করে পোস্ট দেয়া হয়। বিষয়টি নিয়ে সাদেকপুরের সাদুল্লা বংশ ও জোয়াইল্লা বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সাদুল্লা বংশের চেয়ারম্যান আব্দুল হাই বাড়িতে যাওয়ার সময় জোয়াইল্লা বংশের লোকজন হামলা করে। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চেয়ারম্যান আব্দুল হাই ও সামসুলসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। ১৭ ডেবিট কার্ড ও চেকবইসহ চার প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহনগর গোয়েন্দা পুলিশ রাজশাহী ও ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি ব্যাংক এ্যাকাউন্টের ডেবিট কার্ড ও চেক বইসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে । শুক্রবার রাত পর্যন্ত বিশেষ এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্র জানায়, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো বিপ্লব লস্কর (৩০), মোঃ কায়েস হোসেন(৩০) রবিউল ইসলাম ওরফে সজীব(২৫) এবং মোশারুল ইসলাম ওরফে মুছা(২৮)। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি, বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার(ডিবি, বন্দর) আসিফ মহিউদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রাজশাহী ও ঢাকায় পরিচালিত বিশেষ এই অভিযানে উদ্ধার হয় ১৭টি ব্যাংক এ্যাকাউন্টের ডেবিট কার্ড ও চেক বই। গ্রেফতার ৪ জনই আন্তর্জাতিক প্রতারকচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিদেশী প্রতারকচক্রের যোগসাজশে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে মূল্যবান উপহারসামগ্রী ও ডায়মন্ড দেয়ার কথা বলে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে টাকাপয়সা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে। তাদের চক্রে আয়ারল্যান্ড, কেনিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক জড়িত থাকার তথ্য মিলেছে। এ ব্যাপারে সিএমপি খুলশী থানায় মামলা দায়ের হয়েছে।
×