ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অবৈধ পানি ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিন ॥ বিএসটিআই

প্রকাশিত: ০৫:২৬, ২৬ এপ্রিল ২০১৮

অবৈধ পানি ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিন ॥ বিএসটিআই

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ পানি ব্যবসায়ীদের বিষয়ে বিএসটিআইকে তথ্য দিতে বৈধ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক সরদার আবুল কালাম। মঙ্গলবার বিশুদ্ধ পানি বাজারজাত নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে বিশুদ্ধ পানি বাজারজাত করছে ইতোমধ্যে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মহাপরিচালক সরদার আবুল কালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিচালক (সিএম) প্রকৌশলী এস এম ইসহাক আলীসহ বিএসটিআইয়ের উর্ধতন কর্মকর্তারা আরও বক্তব্য রাখেন। সভায় এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিনারেল এ্যান্ড পিউরিফাইড ড্রিংকিং ওয়াটারের সভাপতি প্রকৌশলী এ মতিন চৌধুরী, পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আওলাদ হোসেন রাজীব, সাধারণ সম্পাদক কে এম আরিফ উল কবীরসহ বিভিন্ন ব্র্যান্ডের পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিএসটিআই মহাপরিচালক বলেন, উৎপাদনকারীদের দায়িত্ব বিশুদ্ধ পানি ভোক্তার হাতে পৌঁছে দেয়া। যারা বিএসটিআই থেকে সনদ নিয়েছেন তারা মানের বিষয়ে কোন আপোস করবেন না। সভায় বৈধ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে তাদের পানির জার বা বোতলের গায়ে ব্র্যান্ডের নাম, পূর্ণাঙ্গ ঠিকানাসহ মানসম্মত লেবেলিং ব্যবহার এবং ডিলারের মাধ্যমে পানি বাজারজাত বন্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে জানানো হয়- গত বছরের মে থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন অবৈধ ড্রিংকিং ওয়াটারের বিরুদ্ধে বিএসটিআই মোট ১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে।
×