ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাকার দুই সিটির সম্প্রসারিত অংশ ১০ অঞ্চলে ভাগ

প্রকাশিত: ০৫:২৬, ২৬ এপ্রিল ২০১৮

ঢাকার দুই সিটির সম্প্রসারিত অংশ ১০ অঞ্চলে ভাগ

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক সেবার মান বাড়াতে ও দৈনন্দিন কাজের সুবিধার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ড নিয়ে সম্প্রসারিত অংশকে ১০টি অঞ্চলে ভাগ করেছে সরকার। দুই সিটি কর্পোরেশনে পাঁচটি করে নতুন অঞ্চল গঠন করে সম্প্রতি দুটি আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা। আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ক্ষমতাবলে সরকার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের দৈনন্দিন এবং অন্যান্য সেবামূলক কার্য পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এর আওতাধীন সম্প্রসারিত অংশে নবগঠিত ১৮টি ওয়ার্ডকে পাঁচটি করে অঞ্চলে ভাগ করা হলো। বর্তমানে দুই সিটিতে মোট ১০টি অঞ্চলের আঞ্চলিক কার্যালয় রয়েছে। নতুন অঞ্চলগুলো হচ্ছে। ঢাকা উত্তর সিটির ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড, ৬ নং অঞ্চলে- ৪৭, ৪৮, ৪৯ ও ৫৯ নং ওয়ার্ড, ৭ নং অঞ্চলে-৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড, ৮ নং অঞ্চলে- ৩৯, ৪০ ও ৪৩ নং ওয়ার্ড এবং ৯ নং অঞ্চলে- ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, ১০ নং অঞ্চলে রাখা হয়েছে।
×