ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে খেলার মাঠ উদ্ধার ॥ এলাকাবাসীর সন্তোষ

প্রকাশিত: ০৬:০৮, ২৫ এপ্রিল ২০১৮

রূপগঞ্জে খেলার মাঠ উদ্ধার ॥ এলাকাবাসীর সন্তোষ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৪ এপ্রিল ॥ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার দুই শ’ বছরের পুরনো খেলার মাঠের বেদখল হওয়া অর্ধেক অংশ উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান গত সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে এ উদ্ধার কাজ সম্পন্ন করেন। গোলাকান্দাইল দক্ষিণপাড়ায় অবস্থিত এ মাঠ জবর দখলের কারণে এলাকার শিশু, কিশোর ও শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। এলাকাবাসী বহুবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করলেও এত বছর কোন কাজ হয়নি। নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এখানে যোগদানের পর বেদখল হওয়া সরকারি জমি, পুকুর, খাল, জলাশয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি উদ্ধারে তৎপর হন। তারই অংশ হিসেবে এ মাঠ উদ্ধার করায় এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তাতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
×