ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের বর্ষ সুন্দরী প্রতিযোগিতা!

প্রকাশিত: ০৭:০৫, ২৪ এপ্রিল ২০১৮

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের বর্ষ সুন্দরী প্রতিযোগিতা!

সংস্কৃতি ডেস্ক ॥ বছরের সেরা সুন্দরী নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিশিষ্ট অভিনেতা, যাদুশিল্পী ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি, পীরজাদা শহীদুল হারুনকে চেয়ারম্যান, বিশিষ্ট কবি, ছড়াকার, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক কবি আসলাম সানীকে কো-চেয়ারম্যান, চিত্রনায়িকা নতুনকে আহ্বায়ক, অভিনেতা, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপুকে যগ্ম আহ্বায়ক এবং সাংবাদিক, গীতিকার ও সাংস্কৃতিক সংগঠক এবং বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দকে সদস্য সচিব করে বর্ষসুন্দরী প্রতিযোগিতা-১৪২৫-এর জাতীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী বাঙালী ললনারা বর্ষ সুন্দরী ১৪২৫ এ আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা : [email protected] আগামী মাসের এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
×