ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ এপ্রিল ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ ইংরেজি, Question no-৯ Tag questions 1.(a) Success cannot be achieved without efforts ____.? (b) Everybody knows it ____.? (c) The successful people are very industrious, ____.? (d) Everything glorious is gained though hard labour ____? (e) So, industry is the key to success ___ ? Ans : (a) can it? (b) Don’t they ? (c) Aren’t they ? (d) Isn’t it ? (e) Isn’t it ? 2. (a) Telling lies is a great sin ____? (b) One lie begets hundred life ____? (c) None believes a liar ____? (d) He has to lead a miserable life ____? (e) So, all of us ought to refrain from telling lies ____? Ans : (a) Isn’t it ? (b) Doesn’t it ? (c) Do they ? (d) Hasn’t he ? (e) Oughtn’t we ? 3.(a) Shapna has little knowledge about computer ____? (b) But she can improve herself if she is interested in it ____? (c) I think she has no interest in it ____? (d) She should be motivated at all ____? (e) Let’s talk to her ____? Ans : (a) Has she ? (b) Can’t she ? (c) Has she ? (d) Shouldn’t she ? (e) Shall we ? 4.(a) Hello, Rumi, You saw the programme on the arsenic pollution in the ATN yesterday ____? (b) OH! Rajib, It has already become a serious problem in our country ____? (c) Yes, it enters into our body when we take arsenic contaminated water ____? (d) It can cause different diseases ____? (e) You are right, Ru[mi. Everyone must be careful about taking water ____? Ans : (a) Didn’t you ? (b) Hasn’t it ? (c) Doesn’t it ? (d) Can’t it ? (e) Mustn’t they ? 5.(a) I need a pen, ____ ? (b) I must write a letter to my friend ____? (c) I have not written any letter to him for a long time ___? (d) As we are friends, I think, we should keep in touch, _____ ? (e) I am irregular in writing but my friend is always regular in writing ____? Ans :(a) Don’t I ? (b) Mustn’t I ? (c) have I ? (d) Shouldn’t we ? (e) Isn’t he ? 6.(a) The wind blows gently in the spring, ____? (b) Let them do the work ______? (c) How nice the flowers are _____? (d) Everything looks beautiful in a moonlit night, _____? (e) Work hard to succeed _____? Ans : (a) Doesn’t it ? (b) Will you ? (c) Aren’t they ? (d) Doesn’t it ? (e) Will you ? 7.(a) Your letter gave me much pleasure _____? (b) I am glad inform you about our sports day ____? (c) We decorated the school campus colorfully _____? (d) Among the events, sack race and three leg race are interesting _____? (e) None could resist laughter watching these events ____ ? Ans : (a) Didn’t it ? (b) Ain’t I ? (c) Didn’t we ? (d) Aren’t they ? (e) Could they ? 8.(a) We see that Msum has little knowledge about games and sports, _____? (b) Let’s talk to him ____? (c) We think, he doesn’t know how to play tennis ____? (d) Everybody praises an all rounder _____ ? (e) Though he is a good student, he is lazy, _____? Ans : (a) Has she ? (b) Shall we ? (c) Does he ? (d) Don’t they ? (e) Isn’t he ? 9.(a) Success cannot be achieved without effort _____? (b) Everybody knows it _____? (c) The successful people are very industrious ____? (d) Everything is gained through hard labour _____? (e) Industry is the key to success ____? Ans : (a) Can it ? (b) Don’t they ? (c) Aren’t they ? (d) Isn’t it ? (e) Isn’t it ? বিষয় ॥ ফিন্যান্স ও ব্যাংকিং, বহু নির্বাচনী প্রশ্ন অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন ১। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? ক. মুনাফা অর্জন খ. সমাজকল্যাণ গ. আয় বৃদ্ধি ঘ. রপ্তানি বৃদ্ধি ২। বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে? ক. তৈরি পোশাক খ. চিংড়ি রপ্তানি গ. রেমিট্যান্স ঘ. কাঁচামাল রপ্তানি ৩। ব্যবসায়ের মূল চালিকাশক্তি কোনটি? ক. অর্থায়ন খ. মুনাফা গ. সুষ্ঠু পরিচালনা ঘ. মানবসম্পদ ৪। আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ৫। নিচের কোন দেশটিকে অর্থায়ন বিকাশের মূল চারণভূমি বলা হয়? ক. যুক্তরাজ্য খ. ইতালি গ. জার্মানি ঘ. যুক্তরাষ্ট্র ৬। কখন যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়েছিল? ক. ত্রিশের দশকে খ. চল্লিশের দশকে গ. পঞ্চাশের দশকে ঘ. ষাটের দশকে ৭। নিচের কোনটি বাংলাদেশের আমদানি পণ্য? ক. মেশিনারিজ খ. তৈরি পোশাক গ. পাটজাত দ্রব্য ঘ. কৃষিজাত দ্রব্য ৮। সরকারি অর্থায়নের আয়ের উৎস- র. ট্রেজারি বিল রর. প্রাইজবন্ড ররর. সরকারি হাসপাতাল নিচের কোনটি সঠিক? ক. i. খ. i. ও ii. গ. i. ও iii. ঘ. i, ii. ও iii ৯। একমালিকানা ব্যবসায়ে তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটি? ক. ব্যাংকঋণ খ. মালিকের নিজস্ব তহবিল গ. গ্রাম্য মহাজন ঘ. ঋণপত্র বিক্রয় ১০। কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের প্রক্রিয়া ভিন্ন হয়? ক. অংশীদারি ব্যবসায় খ. একমালিকানা ব্যবসায় গ. সমবায় সমিতি ঘ. যৌথ মূলধনী ব্যবসায় ১১। নিচের কোনটির জন্য শেয়ার বিক্রয় করা হয়? ক. চলতি আয় খ. স্থায়ী মূলধন গ. চলতি দায় ঘ. চলতি মূলধন ১২। পাবলিক লি. কম্পানির সর্বনিু সদস্য সংখ্যা কত জন? ক. ২ জন খ. ৭ জন গ. ২০ জন ঘ. ৫০ জন ১৩। কম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে সহায়তা করেÑ i. গ্রাহকসেবা ii. মুনাফার হার iii. প্রতিষ্ঠানের সুনাম নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তরগুলো মিলিয়ে নাও ১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ঘ। -শিক্ষাসাগর ডেস্ক
×