ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইফোন এসই-২ আনছে এ্যাপল

প্রকাশিত: ০৬:৩৯, ২২ এপ্রিল ২০১৮

আইফোন এসই-২ আনছে এ্যাপল

নতুন কিছু আইফোন মডেল নিয়ে কাজ করছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। নতুন এই আইফোনগুলোর মডেল নাম্বার ইতোমধ্যে রুশ নিয়ন্ত্রক সংস্থা ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) কাছে নিবন্ধন করা হয়েছে। নিবন্ধিত এসব মডেল নাম্বারের কিছু নাম্বার ব্যবহার করা হতে পারে বহুল প্রত্যাশিত আইফোন এসই ২-এর জন্য, এমনটাই বলা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে। ফরাসী ওয়েবসাইট কনসোম্যাক-এর সূত্রমতে, ইইসির ডেটাবেইস থেকে রুশ ভাষায় নতুন একটি নথি প্রকাশ পেয়েছে। উন্মোচন হয়নি কিন্তু শীঘ্রই মার্কিন টেক জায়ান্টটি প্রকাশ করতে পারে এমন কিছু আইফোনের বিস্তারিত তথ্য দেয়া হয়েছে এই নথিতে। মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ‘চলতি বছর ১৯ ফেব্রুয়ারি ইইসি নতুন দুটি আইপ্যাডের কথা জানায় যা ২৭ মার্চ উন্মোচন করা এ্যাপলের ৯.৭ ইঞ্চি আইপ্যাডের ওয়াই-ফাই আর সেলুলার সংস্করণের মাধ্যমে প্রমাণিত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×