ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আবার শুরু হচ্ছে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:০৪, ১৮ এপ্রিল ২০১৮

আবার শুরু হচ্ছে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ শিশু কিশোরদের জন্য দেশব্যাপী আবারও শুরু হচ্ছে ‘জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮’। এ উপলক্ষে সারাদেশ থেকে বাছাই করা ১৮০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে কেন্দ্র করে ট্রেনিং এবং প্রতিযোগিতার আয়োজন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইয়াং বাংলা। এরই অংশ হিসেবে গত দু দিন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ইয়ং বাংলা, সিআরআই আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রশিক্ষক প্রশিক্ষণে (ঞঙঞ) বাছাইকৃত স্কুলগুলোর আইসিটি বিষয়ক শিক্ষক ও ইয়াং বাংলার একজন সমন্বয়ককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি কর্মশালায় বলেন, সরকার আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাক্রমে তথ্যপ্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। তিনি বাচ্চাদের স্ক্র্যাচের মাধ্যমে প্রোগ্রামিং শেখানোর জন্য উৎসাহ প্রদান করেন স্কুলের আইসিটি শিক্ষক এবং ল্যাব কো-অর্ডিনেটর এবং স্কুলের বাচ্চারা যাতে ভাল ভাবে প্রোগ্রামিং করতে পারে সে বিষয়ে কাজ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
×