ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ এপ্রিল ২০১৮

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শ্যামলী ও বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। এদিকে মহাখালী আইপিএস পুকুরপাড় থেকে ফুটফুটে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে বাড্ডায় গুলিভর্তি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শ্যামলী এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মাসুদ আলী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইউসুফ আলী (২৩) নামে আরেক শ্রমিক আহত হয়েছে। নিহতের সহকর্মী সোহরাব হোসেন জানান, তারা আদাবর শ্যামলী বিজলী মহল্লা এলাকায় একটি ১৬তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি জানান, সোমবার সকালে মাসুদ ও ইউসুফ ৭ তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ শুরু করে। কাজ করার সময় হঠাৎ মাঁচান ভেঙে নিচে পড়ে গিয়ে দু’জনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে একইদিন সকালে রাজধানীর পূর্ব-বাড্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল (৫০) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম শাকিল উদ্দিন মুন্সি। গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলায়। বাড্ডা থানার উপ-পরিদর্শক রাজিব আহমেদ জানান, সোমবার সকাল ৯টার দিকে পূর্ব-বাড্ডা পোস্টঅফিস গলিতে একটি নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদে কাজ করতে গেলে একটি পিলার ভেঙে তার ওপর পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সেখানে থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে দুই শ্রমিকের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নবজাতকের মরদেহ উদ্ধার ॥ সোমবার সকাল ৮টার দিকে পুলিশ রাজধানীর মহাখালী আইপিএস পুকুরপাড় থেকে ফুটফুটে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, খবর পেয়ে সকালে মহাখালী আইপিএস পুকুর পাড় থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক দু’দিন। ধারণা করে হচ্ছে, কে বা কারা কোন কুমারী মাতাকে অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে হত্যা করে মধ্যরাত এখানে ফেলে গেছে। তদন্ত চলছে। গুলিভর্তি পিস্তলসহ যুবক গ্রেফতার ॥ রাজধানীর বাড্ডায় গুলিভর্তি পিস্তলসহ মোঃ আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবক গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওবায়দুর রহমান জানান, সোমবার ভোরেরদিকে স্থানীয় দক্ষিণ আনন্দনগর সায়তনতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
×