ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মাত্র একটি রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেয়ার ঘটনা হাস্যকর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩১, ১৬ এপ্রিল ২০১৮

মাত্র একটি রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেয়ার ঘটনা হাস্যকর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ মাত্র একটি রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেয়ার ঘটনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার মতিঝিলে ঢাকা চেম্বারে আয়োজিত ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে সভার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, যে পরিবারকে ফিরিয়ে নেয়া হয়েছে। তারা থাকতো নো-ম্যানস ল্যান্ডে। বাংলাদেশের ক্যাম্পে তারা আসেইনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, নো-ম্যানস ল্যান্ডে অন্তত ছয় হাজার পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যে মাত্র একটি পরিবারকে ফেরত নেয়া হাস্যকর। আমরা আশা করি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফেরত নেবে মিয়ানমার সরকার। আসাদুজ্জামান খান কামাল জানান, বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা এসেছেন। তাদের বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে। এসব রোহিঙ্গার তথ্য আমরা মিয়ানমার সরকারের কাছে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় ভাংচুর ও হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেই শিক্ষককে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি সেই ভিসির বাসায় ভাংচুর ও লুটপাট হবে। এ দৃশ্য আমরা বিশ্বাস করতে পারিনি। এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। যা তদন্তাধীন। তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে। এর আগে শনিবার পাঁচ সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে প্রত্যাবাসন ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় উপকরণ ও ‘আইডি কার্ড’ দেয়ার ছবি প্রকাশ করে মিয়ানমার। এদিকে এই অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে রমজান মাসের নিত্যপ্রয়াজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
×