ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চরাঞ্চলে তামাকের পরিবর্তে ভুট্টা চাষে বিপ্লব

প্রকাশিত: ০৬:১২, ১২ এপ্রিল ২০১৮

চরাঞ্চলে তামাকের পরিবর্তে ভুট্টা চাষে বিপ্লব

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল ॥ ভূঞাপুরের চরাঞ্চলের কৃষকরা তামাকের পরিবর্ততে ভুট্টা চাষ করে লাভবান হচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে যেমন ফল বেড়েছে তেমনি অন্য বছরের তুলনায় চাষও করেছে প্রায় দেড়গুণ জমিতে। ভুট্টা কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক-কৃষাণীরা। ন্যায্য দাম পাবে কি না শঙ্কা করছে চাষীরা। ভূঞাপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার যমুনা নদী বেষ্টিত চরগুলোতে ১৪শ হেক্টর জমিতে ৯৮৪, ৯৮৭, এসিআই ১১১, এলিট, করবি ১০০ ও মিরাকেল জাতে ভুট্টা চাষ করা হয়েছে। কৃষি অফিসের হিসাব মতে প্রায় ১৩ হাজার টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা কৃষি খাতে ভুট্টা বিপ্লব মনে করছেন অভিজ্ঞমহল। জানা যায়, চরাঞ্চলের কৃষকরা একটু বেশি লাভের আশায় এসব অধিকাংশ জমিতে তামাক চাষ করে আসছিল। সম্প্রতি ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে চামাক চাষে জমির উর্বরতা নষ্ট, স্বাস্থ্যহানি, পরিবেশ দূষণ ইত্যাদি ক্ষতির দিকগুলো তুলে ধরে প্রান্তিক কৃষকদের মাঝে। অন্যদিকে উদ্বুদ্ধ করা হয় একই জমিতে আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করে অধিক লাভবান হওয়া সম্ভব। আর মন্ত্র ধারণ করে কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকে পড়ে। ফলে এখন দিগন্ত জোড়া মাঠে হুলুদ ভুট্টার ছড়া বাতাসে দোলছে। আর এর সঙ্গে মিশে আছে ঘাম জড়ানো রোধে পোড়া কৃষক-কৃষাণীর হাসি। ভুট্টার বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শংকায় অধিকাংশ কৃষক। বিভিন্ন ফিট মিল মালিকরা গ্রামে ঢুকে সিন্ডিকেট করে ফরিয়া নিয়োগের মাধ্যমে ভুট্টার দাম কমিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। যাতে ন্যায্য দাম পায় সে দিকে নজর রাখার দাবি জানিয়েছেন কৃষকরা।
×