ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুইট মুছে স্ক্রিপাল ইস্যুতে প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের অবস্থান

প্রকাশিত: ০৪:০২, ১০ এপ্রিল ২০১৮

টুইট মুছে স্ক্রিপাল ইস্যুতে প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের অবস্থান

সের্গেই স্ক্রিপালকে হত্যাচেষ্টার জের ধরে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার ও কথার লড়াইয়ে যুক্তরাজ্য এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। অভিযোগের পক্ষে প্রমাণ হাজিরের জন্য ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়ে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। তবে রাশিয়ার যুক্ত থাকার দৃশ্যমান প্রমাণ হাজির না করে উল্টো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ব্রিটিশ পররাষ্ট্র দফতরের একটি টুইট মুছে ফেলার ঘটনায় প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতে পড়েছে যুক্তরাজ্যে। এ প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ নিয়ে সৃষ্ট সঙ্কট থেকে দৃষ্টি ফেরাতে ব্রিটিশরা স্যালিসবারির ঘটনা সাজিয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নাভিনা।- খবর ওয়েবসাইট। গত ৪ মার্চ যুক্তরাজ্যের স্যালিসবারি শহরে একটি রেস্তরাঁর বাইরের বেঞ্চিতে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তাদের ওপর রাসায়নিক সমরাস্ত্র (মিলিটারি গ্রেড নার্ভ এজেন্ট) প্রয়োগ করা হয়েছে বলে দাবি করে ব্রিটিশ কর্তৃপক্ষ। প্রাণঘাতী নোভিচক কীভাবে হামলাকারীর হাতে গেল, তার ব্যাখ্যা চেয়ে রাশিয়াকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন টেরেসা মে। নির্ধারিত সময়ে জবাব না পেয়ে ২৩ জন রুশ কূটনীতিককে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়।
×