ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচন

মনোনয়নপত্র উত্তোলন ও জমা নিয়ে উৎসাহ আমেজ

প্রকাশিত: ০৫:২৭, ৯ এপ্রিল ২০১৮

মনোনয়নপত্র উত্তোলন ও জমা নিয়ে উৎসাহ আমেজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারসহ স্থানীয়দের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। আগামী ১৫ মে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থী এবং তাদের সমর্থকরা রবিবারেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেছেন। এদিন (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং কাউন্সিলর পদের একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মেয়র পদে ১৪ জন এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩২৪ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৮৭ জনসহ মোট ৪২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সহায়ক কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য রবিবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ও জাসদসহ বিভিন্ন দল ও সংগঠনের ১৪ প্রার্থী মেয়র পদে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও তার পুত্রও ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার বিকেল পর্যন্ত বিএনপি নেতা মোঃ সালাহ উদ্দিন সরকার, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন এবং তরিকত ফেডারেশন বাংলাদেশের জেষ্ঠ্য যুগ্ম-মহাসচিব (জয়েন্ট সেক্রেটারি) সৈয়দ আবু মসনবী হায়দার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য নেতা কাজী রুহুল আমিন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা মোঃ কাইয়ুম মেয়র পদে নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিফুজ্জামান জানান, গত ৩১ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় হলো ১২ এপ্রিল, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।
×