ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন

প্রকাশিত: ০৫:১১, ৭ এপ্রিল ২০১৮

 ঠাকুরগাঁও জেলা পূজা উদ্যাপন  পরিষদের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ এপ্রিল ॥ ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়মী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি রমেশ চন্দ্র সেন এবং উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল। জেলা পূজা উদ্যাপন পরিষদের ও পুনর্নির্বাচিত সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, এমপি অধ্যাপক ইয়াসিন আলী, এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট বলরামগুহ ঠাকুরতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণ সাহা অপু, কার্যনির্বাহী সদস্য ইন্দ্রনাথ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রবীর কুমার রায় ও সদস্য সচিব দিপক কুমার রায় প্রমুখ।
×