ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাংগঠনিক সফরে এরশাদ

লালদীঘিতে জাতীয় জোটের সমাবেশ আজ

প্রকাশিত: ০৪:৫৬, ৭ এপ্রিল ২০১৮

লালদীঘিতে জাতীয়  জোটের সমাবেশ  আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত করতে সাংগঠনিক সফরে নেমেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর পর আজ শনিবার চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। সম্মিলিত জাতীয় জোটের প্রধান নেতা হিসেবে তিনি এই মহাসমাবেশে বক্তব্য রাখবেন। এতে বিপুল জনসমাগম ঘটবে বলে আশা করছেন জোটের নেতৃবৃন্দ। এরশাদের মহাসমাবেশকে সফল করতে দীর্ঘ দু সপ্তাহব্যাপী ব্যাপক প্রচার চালিয়েছে জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট এবং জোটের শরিক দলের নেতাকর্মীরা। ‘সময়ের দাবি পরিবর্তন, পরিবর্তনের জন্য সম্মিলিত জাতীয় জোট’ এ স্লোগানকে সামনে রেখে দেশ-জাতিকে দুই জোটের হিংসাত্মক ও ধ্বংসাত্মক রাজনীতি থেকে রক্ষার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। তারা জানান, এতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকে সহ¯্রাধিক গাড়িযোগে জাতীয় পার্টি-ইসলামিক ফ্রন্টসহ জোটের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা অংশগ্রহণ করবেন। মহাসমাবেশে যোগ দিতে হুসেইন মুহম্মদ এরশাদসহ কেন্দ্রীয় নেতারা শুক্রবারই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চেয়ারম্যান ও জোটের অন্যতম শীর্ষ নেতা এমএ মান্নানের সভাপতিত্বে মহাসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বিএনএ চেয়ারম্যান মুহাম্মদ সেকান্দর আলী মনি, জাতীয় ইসলামী মহাজোট চেয়্যারম্যান মাওলানা আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
×