ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

একগুচ্ছ মশা

প্রকাশিত: ০৩:৩৫, ৭ এপ্রিল ২০১৮

একগুচ্ছ মশা

মশাদের শহরে চাকা চাকা লাল দাগ একী! সারা শরীরে? সবটাতে জ্বালা-পোড়া চুলকিয়ে মরি রে! আয়নায় মুখ দেখি দিনদিন ফ্যাকাসে দলবল নিয়ে আসে আসে না তো একা সে। পিনপিন গান গেয়ে উড়ে এসে গুচ্ছে রক্তটা খেয়ে গেল, বাকিরাও খুঁজছে? কোনোভাবে টিকে আছি মশাদের শহরে এইভাবে বেঁচে থাকা কী যে দুঃসহ রে! মাথাটাতে বাজ পড়ে যদি কেউ না মরে নির্ঘাত মারা যাবে মশাদের কামড়ে। . ডরাই না রক্তচোষা দুষ্ট মশা তোকে আমি ডরাই না আমাকে তুই কামড়ে দিবি? এই যে দুহাত নড়াই না! ম্যালেরিয়া, ডেঙ্গু দিবি? আমায় বোকা ভাবিস না আমার মাথায় অনেক ঘিলু আবর্জনা, রাবিশ না। নিজেকে খুব চালাক ভাবিস? এতটা ভাব মারিস না মশারিতে ঢুকতে পারিস? না রে মশা, পারিস না। আমাকে তুই ভয় দেখাবি? তুই তো মশা, পুলিশ না মশারিটার ভেতর আমি এই কথাটা ভুলিস না। . দুষ্ট মশার দল তোমাদের দেশে আমরা অতিথি খুব বেশি দিন নাই অতিথিদের কামড় দিচ্ছ এটা তো ভাল না, ভাই! রক্ত খাচ্ছ অতিথির থেকে এ কথা শুনলে কেউ চারদিক থেকে তোমাকে পাঠাবে লজ্জা, ঘৃণার ঢেউ। এত করে চাই আদব শেখাতে এমনি কপাল, হায়! পাজি মশাগুলো কামড়িয়ে চলে একটু কি বদলায়? বাধ্য হয়েই কয়েল কিনছি আর কিনি অ্যারোসল ব্যাট দিয়ে মেরে ভস্ম বানাব, দুষ্ট মশার দল! . হাতি এবং মশা হাতিটাকে বলল এসে মশা তোর তো দেখি খুবই খারাপ দশা! অকারণে কান করেছিস কুলো শরীরটাতে মাখিস কেবল ধুলো। হুল ফোটাতে পারিস না তোর শুঁড়ে পারিস না তুই কোথাও যেতে উড়ে। বললে কিছু মুখটা করিস কালো তোর চাইতে মশার জীবন ভালো। শুনে হাতি দুঃখ, অভিমানে কোথায় গেল? মশাই শুধু জানে।
×