ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর বিমানবন্দর ড. ওয়াজেদ মিয়ার নামে হচ্ছে

প্রকাশিত: ০৫:২০, ৬ এপ্রিল ২০১৮

সৈয়দপুর বিমানবন্দর ড. ওয়াজেদ মিয়ার নামে হচ্ছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের আভাসে নীলফামারীসহ রংপুর বিভাগে সুবাতাস বইতে শুরু করেছে। সেই সঙ্গে এই বিমানবন্দরটি দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের পর সৈয়দপুর বিমানবন্দরটিও উন্নীত হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরে। যে কোন সময় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে বলে একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে। সেই সঙ্গে এ বিমানবন্দরের সম্ভাব্য নামকরণ হতে পারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী রংপুরের কৃতী সন্তান ড. ওয়াজেদ মিয়ার নামে। নামকরণ অনুমোদিত হলে সৈয়দপুর বিমানবন্দরের নাম হবে ড. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। বরেণ্য এই বিজ্ঞানীর নামে সৈয়দপুর বিমানবন্দরের নামকরণে রংপুর বিভাগের বিশিষ্টজনরা সমর্থনও ব্যক্ত করেছেন। তাদের মতে সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তির নামে সৈয়দপুর বিমানবন্দরের নামকরণ করা হলে দেশের মানুষ খানিকটা হলেও তার ঋণ পরিশোধে করতে পারবে।
×