ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ০৪:৪২, ৬ এপ্রিল ২০১৮

রাজশাহী সার্ভে  ইনস্টিটিউটে  ছাত্রলীগের  হামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী ইঞ্জিনিয়ানিং এ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের নতুুন ভবন হস্তান্তর অনুষ্ঠানে হামলা চালানোর ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে নগরীর নওদাপাড়ায় নবনির্মিত সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ওপর প্রথমে হামলা চালানো হয়। এসময় কয়েকজন ছাত্রীকেও লাঞ্ছিত করা হয়। এতে অধ্যক্ষসহ ১৫ শিক্ষার্থী আহত হন। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের পুরনো ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হামলার শিকার সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, তারা বেলা সাড়ে ১০টার দিকে নগরীর সোনাদীঘি মোড়ের পুরনো ক্যাম্পাস ছেড়ে নগরীর নওদাপাড়ায় নতুন ক্যাম্পাসে যান।
×