ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানকে নিয়োগ দিল এ্যাপল

প্রকাশিত: ০৫:৪৭, ৫ এপ্রিল ২০১৮

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানকে নিয়োগ দিল এ্যাপল

গুগলের সার্চ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানকে নিয়োগ দিয়েছে এ্যাপল। প্রতিষ্ঠানটির মেশিন লার্নিং ও এআই কৌশল বিভাগকে নেতৃত্ব দিতেই তাকে নিয়োগ দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে গুগলে আমিত সিংগালের কাছ থেকে প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের পদ নেন গিয়ানড্রেয়া। এবার সরসরি এ্যাপল প্রধান টিম কুকের তত্ত্বাবধানে কাজ করবেন তিনি। কর্মীদের দেয়া কুকের এক ইমেইলের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের প্রযুক্তি অবশ্যই আমরা সবাই যে মান ধারণ করি তার সঙ্গে মিলতে হবে। জন আমাদের গোপনীয়তার অঙ্গীকার এবং কম্পিউটারকে আরও স্মার্ট ও ব্যক্তিগত করার প্রয়াশকে ধারণ করেন।’ ২০১০ সালে গিয়ানড্রেয়া’র স্টার্টআপ মেটাওয়েব টেকনোলজিস-কে অধিগ্রহণ করে গুগল। তখনই গুগলে যোগ দেন তিনি। এআই এবং মেশিন লার্নিং খাতে এ্যামাজন এবং গুগলকে পেছনে ফেলতে এ্যাপলের শীর্ষ মেধাবী দরকার। -অর্থনৈতিক রিপোর্টার
×