ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রকল্প এলাকা পরিদর্শন

পদ্মা সেতুর কর্মযজ্ঞ দেখে রাষ্ট্রপতি অভিভূত

প্রকাশিত: ০৫:৫৭, ৩ এপ্রিল ২০১৮

পদ্মা সেতুর কর্মযজ্ঞ দেখে রাষ্ট্রপতি অভিভূত

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ প্রমত্মা পদ্মার বুকে সিবোটে চড়ে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো স্বচক্ষে অবলোকন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সোমবার বিকেলে তিনি পদ্মায় সেতুর কর্মযজ্ঞ দেখে অভিভূত হন। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দৃশ্যমান ৪৫০ মিটার অবকাঠামো ঘুরে দেখেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সোমবার দুপুরে পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৪৭ মিনিটে মাওয়ার পাশে জেলার শ্রীনগর উপজেলার দোগাছিস্থ পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর হেলিপ্যাডে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করে। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সাবেক সাংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ মহিউদ্দিন, সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচারক সফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, পদ্মা সেতুর উপ-প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোঃ মুসা ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের প্রমুখ। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সার্ভিস এরিয়ায় বিশেষে কটেজে উঠেন তিনি। এখানেই তাকে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি নিয়ে ব্রিফিং করা হয়। এ মধ্যাহ্ন ভোজ শেষে মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে বিকেলে সিনোহাইড্রো ঘাট-বি এলাকা থেকে প্রমত্মা পদ্মার বুকে সিবোটে করে পদ্মা সেতুর জাজিরার প্রান্তের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। যাত্রাপথে সেতু নির্মাণের কর্মযজ্ঞ দেখেন। জাজিরা প্রান্তে পৌঁছে রাষ্ট্রপতি পদ্মা সেতুর দৃশ্যমান ৪৫০ মিটার অবকাঠামো অবলোকন করেন। মধ্যাহ্ন ভোজে পদ্মার ইলিশ ও আড়িয়ল বিলের কৈ ॥ পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এ সোমবার মধ্যাহ্ন ভোজে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের খাবার তালিকায় ছিল পদ্মার সুস্বাদু ইলিশ আর দেশের অন্যতম প্রাচীন আড়িয়ল বিলের কৈ মাছ। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শনে এ দিন দুপুরে মুন্সীগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। জেলার লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া ময়মনসিংহের মান্ডা ও কুমিল্লার পুঁটি মাছও ছিল। মধ্যাহ্ন ভোজ শেষে রাষ্ট্রপতি সার্ভিস এরিয়া-১ থেকে বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনে যান। এ সময় দৃশ্যমান পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ দেখে রাষ্ট্রপতি অভিভূত হন। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ৬ ঘণ্টা ফেরি বন্ধ ॥ পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আগমন ঘিরে সোমবার পদ্মার দু’পাড়ে উৎসবের আমেজ বিরাজ করে। রাষ্ট্রপতির নিরাপত্তা জনিত কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৬ ঘণ্টা ফেরিসহ নৌযান চলাচল বন্ধ থাকে। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় দুপুর ১টার দিকে নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয় ৬ ঘণ্টা পর। তিনি আরও জানান, সোমবার শিমুলিয়া ঘাটে তেমন কোন যানবাহনের চাপ ছিল না। রাষ্ট্রপতির নিরাপত্তায় ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হলে সে সময় শিমুলিয়া ঘাটে ছোট-বড় ২শ’ যানবাহন অবস্থান করে। ফেরিঘাটে ছিল ৩টি ফেরি। নির্মল পরিবেশে রাষ্ট্রপতি ॥ নির্মল পরিবেশে রাষ্ট্রপতি পদ্মা সেতুর কর্মযজ্ঞ দেখে অভিভূত হন। মাওয়ার কুমারভোগের বিশেষায়িত কনস্ট্রাকশন ইয়ার্ডের কার্যক্রম ঘুরে দেখেন। সেখানে ৭-ই নম্বর স্প্যান রং করা হচ্ছিল। তা দেখেন তিনি। এ ছাড়া সারি সারি রাখা অন্যান্য স্প্যান ও কর্মকা- স্বচক্ষে দেখেন এবং খোঁজখবর করেন । পরে রাষ্ট্রপতি সিবোটে করে পদ্মায় কর্মযজ্ঞ দেখেন। তিনি বোটে থেকে দুই নম্বর পিলারের কাছ থেকে ১ নম্বর খুঁটি অবলোকন করেন। এরপর সব খুঁটি ও খুঁটির স্থানগুলো দেখতে দেখতে আসেন ৪১ নম্বর খুঁটিতে। এখান থেকেই ৪২ নম্বর খুঁটি দেখেন। এরপর বোটটি ব্যাক করে ক্রসিং চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ি গিয়ে ৫টা ১০ মিনিটে নামেন। এখান থেকে জিপে করে নাওডোবার সার্ভিস এরিয়া-২ গমন করেন। নির্মল পরিবেশের এই সার্ভিস এরিয়ায় তিনি রাত্রি যাপন করবেন। সন্ধ্যায় এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাষ্ট্রপতি সস্ত্রীক উপভোগ করেন। পরে আজ মঙ্গলবার বেলা ১১টায় সেতুতে দায়িত্বরতদের সঙ্গে এক ঘণ্টা মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। মধ্যাহ্ন ভোজ শেষে বেলা ২টা ৪০ মিনিটে কপ্টারে করে রাজধানীর যাওয়ার উদ্দেশে রওনা হবেন। ১৫ মিনিটের ব্রিফিং ॥ রাষ্ট্রপতিকে পদ্মা সেতু নিয়ে ১৫ মিনিটের ব্রিফিং করেন প্রকল্প পরিচালক। তিনি নকশা ও বুকলেট নিয়ে পুরো বিষয়ে রাষ্ট্রপতি সর্বশেষ অবস্থা তুলে ধরেন। রাষ্ট্রপতি প্রকল্প সম্পর্কে বিভিন্ন প্রশ্নও করেন। ব্রিফিং শুনে রাষ্ট্রপতি সরেজমিন ঘুরে পদ্মা সেতুর স্পষ্ট ধারণা নেন। বসন্তের বিকেলে বৈচিত্র্যময় পদ্মা ঘুরে এবং কর্মযজ্ঞ দেখে সন্তোষ প্রকাশ করেন। শরীয়তপুরের জাজিরায় ॥ নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, পদ্মা বহুমুখী সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সোমবার সন্ধ্যা ৬টায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় আসেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সোমবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-১ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টায় নাওডোবায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-২ এ উপস্থিত হন। এখানে তিনি ৩৪ বীর অস্থায়ী সেনাক্যাম্পে অবস্থান নেন এবং সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ তার রাত্রিযাপন করার কথা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। দুপুর ১টায় মধ্যাহ্ন ভোজ শেষে ২টায় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে। এ দিকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-২ এ জাজিরার নাওডোবায় রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা ব্যতিব্যস্ত থাকলেও স্থানীয় সাংবাদিকদের সেখানে প্রবেশ করার কোন অনুমতি নেই বলে পূর্বেই জানিয়েছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
×