ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৭:০৯, ২ এপ্রিল ২০১৮

মাগুরায় সড়ক দুর্ঘটনায়  দুই মোটরসাইকেল  আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১ এপ্রিল ॥ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মহম্মদপুর উপজেলার হাটবাড়ীয়া গ্রামে দেশী ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষে নূর ইসলাম (২০) ও ইব্রাহিম (২১) নামে দুই আরোহী নিহত হয়েছে। মিলন নামে অপর একজন আহত হয়েছে। আহত মিলনকে মাগুরা ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো মহম্মদপুর উপজেলার ফলসিয়া গ্রামের আবু জাফরের পুত্র নূর ইসলাম ও হাটবাড়ীয়া গ্রামের চাঁদ আলীর পুত্র ইব্রাহিম। নিহত ও আহতরা সকলেই একটি ইটভাঁটির শ্রমিক এবং মোটরসাইকেলের আরোহী। ফরিদপুরে দুই আরোহী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোল্ডেন জুট মিলের পশ্চিম পাশে মাঝিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই আরোহী হলেন যশোরের মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের সেকেন্দার শেখের ছেলে হাসান শেখ (৩৩) ও যশোর সদরের চাষাড়া এলাকার মাসুদ বিশ্বাসের ছেলে কুরবান বিশ্বাস (৩২)। তারা দুজনই পেশায় গাড়ির মেকানিক। চরফ্যাশনে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন ভোলা থেকে জানান, চরফ্যাশনের চরকচ্ছপিয়া বাজারের ব্যবসায়ী আলমগীর খনকার (৬২) মোটরসাইকেল দুর্ঘটনায় শনিবার রাতে নিহত হয়েছে। রবিবার সকালে জানাজা শেষে চরকচ্ছপিয়া ফিসারিঘাট মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ব্যবসায়ী উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামের মৃত ছিদ্দিক খন্দকারের ছেলে। স্থানীয়রা জানান, নিহত আলমগীর শনিবার বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ২নং স্কুল এলাকায় বাড়ায় চালিত মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে নেয়ার পথে রাত ৮টার সময় ভোলা খেয়াঘাটে তিনি মারা যান। নোয়াখালীতে রিক্সাচালক নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, সোনাইমুড়ী উপজেলায় পাওয়ার টিলারের চাপায় মোঃ সোলেমান (৫৪) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে উপজেলার কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান উপজেলার বারগাঁও ইউনিয়নের পেয়ারপুর গ্রামের রফিক উল্যার ছেলে। জানা যায়, দুপুরের দিকে কাশিপুর সড়কে একটি ব্রিজের ওপর উঠার সময় উল্টে যায় পাওয়ার টিলারটি। এ সময় পেছনে থাকা রিকশাটির ওপরই পড়ে এটি। ফলে রিকশায় থাকা চালক সোলেমান পাওয়ার টিলারের চাপায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×