ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে জঙ্গী গোষ্ঠীর অপতৎপরতা বৃদ্ধির আশঙ্কা আহমদীয়া জামাতের

প্রকাশিত: ০৫:০৫, ১ এপ্রিল ২০১৮

ভবিষ্যতে জঙ্গী গোষ্ঠীর অপতৎপরতা বৃদ্ধির আশঙ্কা আহমদীয়া জামাতের

স্টাফ রিপোর্টার ॥ উগ্র সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠীর সাম্প্রতিক কর্মকা-ে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে তাদের অপতৎপরতা বৃদ্ধির আশঙ্কা করছে আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশ। শনিবার রাজধানীর বকশিবাজারে আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ তাদের আশঙ্কার কথা তুলে ধরে বলেছেন, দেশের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, ইসলামী মহাসম্মেলনের নামে কিছু উগ্র সাম্প্রদায়িক মহল আহমদীয়া মুসলমানসহ বিভিন্ন মত ও পথের বিরুদ্ধে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে। সংবাদ সম্মেলনে ছিলেন আহমদীয়া মুসলিম জামাতের জাতীয় আমির আলহাজ মোবাশশের উর রহমান, নায়েব আমির ও মুবাল্লেগ ইনচার্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী এবং সেক্রেটারি বহিঃসম্পর্ক গণসংযোগ, প্রেস ও মিডিয়া আলহাজ আহমদ তবশির চৌধুরী। তারা বলেন, একটি মিথ্যা অপপ্রচার বা গুজব কত সহজেই যে জনগণের কোন কোন অংশকে উত্তেজিত করে ভয়ঙ্কর কান্ড তথা লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে তার অসংখ্য দৃষ্টান্ত আমাদের দেশেই রয়েছে। কয়েক বছর আগে চট্টগ্রামের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর আক্রমণ আর ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ তার সাম্প্রতিক দৃষ্টান্ত। এছাড়া সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন মত ও চিন্তার ব্যক্তিবর্গকে হত্যার উদ্দেশে আক্রমণ দেশে জঙ্গীবাদীদের উপস্থিতি জানান দেয়।
×