ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বেফাকের বিরুদ্ধে ২০ দলীয় জোটের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

প্রকাশিত: ০৫:০৫, ১ এপ্রিল ২০১৮

বেফাকের বিরুদ্ধে ২০ দলীয় জোটের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হেফাজত নেতাদের নিয়ন্ত্রিত কওমী মাদ্রাসা বোর্ড বেফাকের বিরুদ্ধে কওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নে সঙ্কট সৃষ্টি ও ২০ দলীয় জোটের এজেন্ডা বাস্তবায়নের গুরুতর অভিযোগ উঠেছে। কওমী মাদ্রাসার বাকি ৫টি শিক্ষা বোর্ডকে পাশ কাটিয়ে লাখ লাখ কওমী শিক্ষার্থীর সনদের স্বীকৃতির পথে বেফাক সঙ্কট তৈরি করছে বলে অভিযোগ এনেছে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। পরিষদের নেতৃবৃন্দসহ কওমী আলেম সমাজ অভিযোগ তুলেছেন, বেফাকে থাকা ২০ দলীয় জোটের লোকেরাই স্বীকৃতিকে সরকারের একটি বুমেরাং কার্যক্রম হিসেবে দেখাতে চায়। তারা স্বীকৃতির সুফল লাখ লাখ শিক্ষার্থীদের ভোগ করতে দিতে চান না। স্বীকৃতি দিলে যারা শত শত লাশ ফেলে দেয়ার হুমকি দিয়েছিলেন তারাই আজ খেলছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ এনে সঙ্কট সমাধানে চার দফা দাবি তুলেছে কওমী সনদের স্বীকৃতি আদায়ে গঠিত বৃহৎ ফ্রন্ট কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জামিআ আজমিয়া দারুল উলূম রামপুরা ঢাকার মুহতামিম কওমী ও শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব শাইখুল হাদিস ইয়াহইয়া মাহমুদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাওলানা আব্দুল আলীম ফরিদী, মাওলানা সদরুদ্দীন মাখনুন, মাওলানা মাসউদুল কাদীর প্রমুখ। মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, দীর্ঘ পথপরিক্রমার পর দেশের বর্ষীয়ান উলামায়ে কেরামের সদিচ্ছার কারণে বিভিন্ন মত ও পথের সবাইকে নিয়ে একত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করেছি কওমী মদ্রাসার শিক্ষাসনদের সরকারী স্বীকৃতি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।
×