ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ জয়াকে সম্মাননা জানাল এসএমসি এন্টারপ্রাইজ

প্রকাশিত: ০৪:০৯, ১ এপ্রিল ২০১৮

৮ জয়াকে সম্মাননা জানাল এসএমসি এন্টারপ্রাইজ

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড বিগত ৩ বছর ধরে আরটিভির ‘জয়া আলোকিত নারী’ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত। ‘জয়া’, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি জনপ্রিয় স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড। ‘জয়া আলোকিত নারী’, ইতোমধ্যে প্রশংসিত এক আয়োজন যেখানে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের ৮ জন নারীকে সম্মাননা জানানো হয়। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বছর ‘জয়া আলোকিত নারী ২০১৮’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ৯ মার্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরুজ চুমকি। এছাড়াও এসএমসি ও আরটিভির উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিবিদ, সেলিব্রিটি এবং প্রাইভেট ও পাবলিক সেক্টরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে যোগ দেন। এবারের অনুষ্ঠানে যে ৮ মহীয়সী নারীকে সম্মাননা জানানো হয় তারা হলেন- অধ্যাপক ডাঃ সায়েবা আক্তার (চিকিৎসা সেবা), রুবী রহমান (সাহিত্যিক), সূচিশিল্পী মৌলুদা খানম (শিল্পকলা), অধ্যাপক ড. হোসনে আরা বেগম (সমাজসেবা), শাহিন সামাদ (সঙ্গীত), পারভীন মাহমুদা, এফসিএ (নারীর ক্ষমতায়ন), নাসরিন সুলতানা (চ্যালেঞ্জিং পেশা), আঁখি খাতুন (ক্রীড়াবিদ)। নারীর এই অর্জনকে সম্মাননা জানানোর মাধ্যমে জয়া এবং এসএমসি এন্টারপ্রাইজ লিঃ প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রাকে উৎসাহ দিয়ে থাকে, যেন একজন নারীও পিছিয়ে না থাকে।
×