ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখ সামনে রেখে বেড়েছে ইলিশের দাম

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ মার্চ ২০১৮

পহেলা বৈশাখ সামনে রেখে বেড়েছে ইলিশের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পহেলা বৈশাখ সামনে রেখে বেড়ে যাচ্ছে ইলিশ মাছের দাম। সরবরাহ বাড়ায় সবজিতে স্বস্তি ফিরেছে ভোক্তাদের। চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ ও আটার দাম স্থিতিশীল রয়েছে। দাম বেড়েছে ব্রয়লার মুরগির। রসুনের দাম কমলেও বেড়েছে আদার দাম। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, নিউমার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং মিরপুর সিটি কর্পোরেশন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। সাপ্তাহিক ছুটির দিন বাজার করতে এসে ভোক্তাদের দৃষ্টি ছিল ইলিশ মাছের দিকে। মাছ না কিনলেও অনেককে দাম জিজ্ঞাসা করতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানালেন, বৈশাখ সামনে রেখে এখন ইলিশ মাছের দাম বাড়তির দিকে রয়েছে। ভোক্তারাও সুবিধা মতো ইলিশ সংগ্রহ করছেন। এ কারণে চাহিদার সঙ্গে বাড়ছে ইলিশের দাম। ৫০০ গ্রাম সাইজের একটি ইলিশ গত সপ্তায় ৬০০ টাকায় বিক্রি হলেও সেই মাছ পেতে এখন ভোক্তাকে গুনতে হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত। এছাড়া এককেজি সাইজের ইলিশ ১৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ভোক্তাদের অভিযোগ, এ বছর ইলিশের সরবরাহ যথেষ্ট ভাল। এবার শীতে প্রচুর ইলিশ ধরা পড়েছে। এখনও ধরা পড়ছে। সারাবছর ইলিশ মাছের দাম স্বস্তির মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে বৈশাখ সামনে রেখে মাছের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। কৃত্রিম সঙ্কটের আভাস পাওয়া যাচ্ছে। মাছ নিয়ে ব্যবসায়ীদের এক ধরনের কারসাজি তৈরি হয়েছে বলে মনে করছেন ভোক্তারা। কাওরান বাজারের ইলিশ মাছ বিক্রেতা রহমতউল্লাহ জনকণ্ঠকে বলেন, পাইকারি বাজারে মাছের দাম বেশি। এ কারণে খুচরা দাম বেড়ে গেছে। প্রতিবছর বৈশাখ মাসের আগেই ইলিশ মাছের দাম বেড়ে যায়। ভোক্তাদের বাড়তি চাহিদার কারণেও দাম বাড়ে। তবে বাজারে ইলিশ মাছের দাম বাড়লেও দেশীয় জাতীয় রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, শিং, টাকি মলা, কাচকিসহ অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে। বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। এছাড়া গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারঘুরে দেখা গেছে, চাল, ডাল, ভোজ্যতেল, আটা, চিনি, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও সবজির বাজারে স্বস্তি রয়েছে। গ্রীষ্মকালীন সবজি ওঠায় চাপ কমেছে শীতকালীন সবজির। সবজির বাজারে দেখা যায়, বেগুন (কালো) ৩০ টাকা (সাদা) ৩৫ টাকা, করলা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, টমেটো ৩০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, সজনে ডাঁটা ৭০ টাকা, শিম ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং শসা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
×