ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রকাশিত: ০৪:৪৫, ৩০ মার্চ ২০১৮

 রোহিঙ্গা স্বামীর ছুরিকাঘাতে  স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে ছুরা খাতুন (৪০) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। বুধবার রাতে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় ওই নারী। নিহত ছুরা খাতুন উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আলী জোহারের স্ত্রী। স্থানীয়রা জানান, আলী জোহার এক বছরের বেশি সময় ধরে জেল কেটে মাস দেড়েক আগে মিয়ানমার থেকে ফিরেছে উনচিপ্রাং ক্যাম্পে। এখানে এসে স্ত্রী ছুরা খাতুন একই ব্লকের নূর কবির নামে অপর রোহিঙ্গার পরকীয়ায় মত্ত জানতে পেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে। এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান জানান, স্বামীর ছুরিকাঘাতে নিহত ওই নারীর মরদেহ গোপনে দাফন করার খবর পায় পুলিশ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
×