ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউবিতে ‘পতাকা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ মার্চ ২০১৮

বাউবিতে ‘পতাকা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় পতাকা নিয়ে ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পতাকা’ (দ্য ফ্ল্যাগ) এর উদ্বোধনী প্রদর্শনী রবিবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টারে প্রিভিউ থিয়েটারে অনুষ্ঠিত হয়। মিডিয়া বিভাগের প্রযোজক মুহাম্মদ আব্দুল কাইয়ুম ভূঁইয়ার উদ্যোগে নির্মিত ‘পতাকা’ চলচ্চিত্রটির প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্রের মুখ্য অভিনেতা আতিক রহমান, তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার ও পরিচালক মিডিয়া প্রকৌশলী এস এম কেরামত আলী। মিডিয়ার প্রিভিউ থিয়েটারে চলচ্চিত্রটির প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান বলেন, দেশ প্রেমের মূল্যবোধে উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মানকে সমুন্নত রাখতে আমাদের সকলের সচেষ্ট থাকা প্রয়োজন।
×