ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আমরণ অনশনে ফের আন্না হাজারে

প্রকাশিত: ০৪:১৩, ২৪ মার্চ ২০১৮

আমরণ অনশনে ফের আন্না হাজারে

লোকপাল নিয়োগের দাবিতে শুক্রবার থেকে দিল্লীতে ফের আমরণ অনশন শুরু করেছেন আন্না হাজারে। নির্বাচিত জনপ্রতিনিধি ও আমলাদের দুর্নীতি তদন্তে ২০১১ সালে আন্না আরো একবার আমরণ অনশনে নেমেছিলেন। দিল্লীর যেই রামলিলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশন শুরু করেছিলেন আন্না, প্রায় ৭ বছর পরে শুক্রবার সেই একই ময়দানেই আন্দোলন শুরু করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন এই কর্মী। রামলিলা ময়দানে ঢোকার আগে শুক্রবার রাজঘাটে গিয়ে মহাত্ম গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করেন আন্না। আন্নার লক্ষ্য এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। কেন্দ্রে লোকপাল নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন করে আসছেন আন্না হাজারে। রাজ্যগুলিতে কেন লোকপাল থাকবে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। স্বামীনাথন কমিশনের সুপারিশ প্রয়োগের দাবির পাশাপাশি কৃষকদের দুরাবস্থাকেও আন্না তাঁর অনশন মঞ্চ থেকে সরকারের সামনে তুলে ধরবেন। অনশন আন্দোলনে বসতে ২৩ মার্চ দিনটিকেও বিশেষ কারণে বেছে নিয়েছেন আন্না। কারণ এই দিনেই ভগৎ সিং, রাজগুর“ ও সুখদেবকে ফাঁসিতে ঝুলিয়েছিল ব্রিটিশ সরকার। ২০১১ সালে আন্না যখন অনশন আন্দোলন শুর“ করেছিলেন তখন তাঁর পাশে ছিলেন কিরণ বেদি থেকে শুর“ করে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়ারা। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়ারা এখন রাজনৈতিক দল তৈরি করে দিল্লির শাসন করছেন। অন্যদিকে, কিরণ বেদিও বিজেপি যোগ দেওয়ার পর এখন তিনি পঞ্জাবের রাজ্যপাল। আন্নার আন্দোলন মঞ্চে এর আগে দেখা গিয়েছে অনুপম খের থেকে শুর“ করে আমির খানদের মতো সেলিব্রিটিদেরও। আন্না হাজারের অনুগামীদের দাবি, এবারও প্রচুর মানুষ এই অনশন আন্দোলনে সামিল হতে চলেছেন। আন্নার পাশে থাকতে এরি মাঝে লাখখানেক মানুষ বিভিন্ন এলাকা থেকে দিল্লি এসেছেন বলে দাবি করেছেন তাঁরা। ২২ মার্চ বৃহস্পপতিবার মহারাষ্ট্র সদনে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন আন্না। এরপর রামলিলা ময়দানে আন্দোলন স্থলের কাজের প্রস্তুতিও দেখতে যান। এদিকে, আন্নার আন্দোলনে দিল্লির র্ট্যাফিক ব্যবস্থা যাতে অকেজো হয়ে না যায় তাই জনসাধারনকে শুক্রবার বেশকিছু র“ট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইন শৃংখলা রক্ষা বাহিনী। -এনডিটিভি
×