ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

২৬ মার্চ থেকে সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করবে জাকের পার্টি

প্রকাশিত: ০৪:০৮, ২৪ মার্চ ২০১৮

২৬ মার্চ থেকে সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করবে জাকের পার্টি

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী শোকরানা সমাবেশসহ ২৬ মার্চ থেকেই আসন্ন সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার কাজ শুরু করবে জাকের পার্টি। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করেছে দলটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবসে জাকের পার্টির জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌরসভা কার্যালয়ে ভোর থেকেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও র‌্যালি বের করার পাশপাশি শোকরানা ইসলামী জলসা ও শান্তি সমাবেশ করা হবে। এরপর দলটির প্রতিষ্ঠাতা খাজাবাবা ফরিদপুরীর (কুঃছেঃআঃ) কবর জিয়ারত করে বিশেষ মোনাজাতের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। এছাড়া অঞ্চলভিত্তিক ২৭, ৩০ ও ৩১ মার্চ পর্যন্ত শোকরানা জলসা কর্মসূচী পালিত হবে।
×