ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অপশক্তিকে রোধ করতে হবে শান্তির বার্তা দিয়ে ॥ আইভী

প্রকাশিত: ০৭:৪৪, ২৩ মার্চ ২০১৮

অপশক্তিকে রোধ করতে হবে শান্তির বার্তা দিয়ে ॥ আইভী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অপশক্তিকে রোধ করতে হবে শান্তির বার্তা দিয়ে। আর ইসকন সেই কাজটিই করে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে গৌরমন্ডল পরিক্রমা বাংলাদেশ সাফারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইভী বলেন, ইসকন শান্তির বার্তা নিয়ে মানুষের মধ্যে কাজ করছে। যে কারণে খুব দ্রুত বাংলাদেশসহ বিশ্বে তাদের নাম ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, যার ভেতরে ধর্মীয় চেতনা নেই সে তো মানুষই না; সে যে ধর্মের লোকই হোক না কেন। নগরীর দেওভোগের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা ও ফ্রান্সসহ অর্ধশতাধিক দেশের ভক্ত ও প্রতিনিধিরা অংশ নেন। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার সোনালী সেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য পরিতোষ কান্তি সাহা, সাংবাদিক ফারজানা রুপা, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, অসিত বরণ বিশ্বাস, রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অনেকে।
×