ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের ফাঁসি

প্রকাশিত: ০৬:৪৬, ২১ মার্চ ২০১৮

মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ২০ মার্চ ॥ স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের মৃত্যুদ-াদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বেলা ১১টায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার এবং নজরুল ইসলামকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদ-াদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান। পলাতক এই দুই আসামির অনুপস্থিতিতেই রায় প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ২৮ নবেম্বর হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিক্সাচালক ইদ্রিস আলীকে (৩৫) হত্যা করা হয়। ডিবি পুলিশের এসআই মাহবুবুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। আদালত এদের মধ্যে নিহতের স্ত্রী সেলিনা আক্তার এবং নজরুল ইসলামকে ফাঁসির আদেশ এবং অপর আসামি দুলালকে বেকসুর খালাস প্রদান করে। গ্যাস সিলিন্ডারে বজ্রপাত ॥ মৃতের সংখ্যা বেড়ে ৬ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকা-ের ঘটনায় গুরুতর আহত ফজলু মিয়া ওরফে বাবুল (৩৫) মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৬-এ দাঁড়াল। মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে অগ্নিদগ্ধ অবস্থায় রবিবার বাবুলকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঐ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বাবুল। অগ্নিকা-ে বাবুলের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গত শনিবার রাত ৩টার দিকে বজ্রপাতের ফলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দের ক্লাববাজার সংলগ্ন লয়লু মিয়ার কলোনিতে গ্যাসের রাইজারে আগুন লেগে যায়। এতে ঘুমন্ত অবস্থায় ৫ জনের মৃত্যু ঘটে।
×