ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও মাদকের ছোবলে পারিবারিক বন্ধন ভেঙ্গে যাচ্ছে ॥ মেয়র

প্রকাশিত: ০৬:৫১, ২০ মার্চ ২০১৮

সন্ত্রাস ও মাদকের ছোবলে পারিবারিক বন্ধন ভেঙ্গে যাচ্ছে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের ভয়াবহতা সমাজের অনেক গভীরে বিস্তার লাভ করেছে। এই কারণে সমাজে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি পারিবারিক বন্ধনগুলো ভেঙ্গে যাচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো এখন আর আগের মতো টিকছে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) বিবাহ বিচ্ছেদের আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা উন্নত সমাজ গড়ার ক্ষেত্রে অন্তরায়। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। রামপুর ওয়ার্ড কাউন্সিলর এসএম এরশাদ উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক নোমান আল মাহমুদ, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কর্পোরেশনের আইন-শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর এইচএম সোহেল, বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমদ মিন্টু, কর্পোরেশনের আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। নিয়াজ মোহাম্মদ আজাদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহল্লা সর্দার আবদুল লতিফ, হোসেইন মেম্বার, শিক্ষিকা বখতেয়ারা বেগম, সমাজকর্মী রাধা রানী দেবী, সুমন দেবনাথ, সুজিত দাশ, আরেফিন সাকিব, রুবেল আহমদ বাবু প্রমুখ। চসিককে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ ওয়াসার ॥ পানি সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩ কোটি টাকা অগ্রিম পরিশোধ করেছে চট্টগ্রাম ওয়াসা। সোমবার দুপুরে ক্ষতি পূরণের এই অর্থ পে-অর্ডারের মাধ্যমে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে হস্তান্তর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা ও চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদ আলমসহ কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন স্থাপনের জন্য শহরের বিভিন্ন এলাকায় সড়ক কাটা হয়। ওয়াসার কাজ শেষে এ সকল সড়ক চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেরামত করবে।
×