ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাইরেসি চক্রের ২৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৯, ২০ মার্চ ২০১৮

পাইরেসি চক্রের ২৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর থানা ও নরসিংদীর মাধবদী এলাকা থেকে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। র‌্যাব-১১ ও চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসিবিরোধী টাস্কফোর্সের যৌথ উদ্যোগে রবিবার গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সদর থানার রেলওয়ে মার্কেট ও নরসিংদীর মাধবদীর সোনার বাংলা মার্কেট ও স্কুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাইরেসি চক্রের সদস্যদের গ্রেফতার করে। এ সময় ২৪টি মনিটর, ২৪টি সিপিইউ ও ১৭৯৬টি পাইরেটেড সিডি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ডালিম, কাওছার, আরিফুল ইসলাম, রাসেল মিয়া, ইব্রাহিম, নাহিদ হাসান, এরশাদ মিয়া, সেলিম, সোহাগ মিয়া, কাজী জুয়েল, শামীম, ইদ্রিস মিয়া, শামীম মিয়া, রাজু আহমেদ, কাজী দিপু, মামুন মিয়া, ইউসুফ মিয়া, কাজী বিল্লাল, শাকিল মিয়া, মনির হোসেন, রবিন দেওয়ান, আকাশ, মাসুদ আলম ও মাসুদ রানা। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে জাল জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও বিভিন্ন জাল সার্টিফিকেট তৈরি কাজে জড়িত মাসুদ রানা (২৬) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় ৩৪টি জাল জাতীয় পরিচয়পত্র, ৯টি জাল জন্ম সনদ, ১টি নাগরিক সনদের খালি ফরম, ৮৫ পিস জাল সনদ তৈরির কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ১টি কম্পিউটারের সিপিইউ, ১টি মনিটর, ১টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ১টি স্ক্যানার ও ১টি মাউস। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
×