ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বাস ধর্মঘটের দ্বিতীয় দিন বরিশালের ১৭ রুটে যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ মার্চ ২০১৮

বাস ধর্মঘটের দ্বিতীয় দিন বরিশালের ১৭ রুটে যাত্রী দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ রুটে চলছে বরিশাল বিভাগীয় বাস ও মিনিবাস মালিক এবং শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এতে করে বৃহস্পতিবারের দিনভর প্রচ- তাপদাহের মাঝে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। সূত্রমতে, গত তিন মাস ধরে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির হিস্যা দ্বন্দ্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ রুটের মধ্যে ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঝালকাঠি বাস মালিক সমিতি নলছিটির রায়াপুর নামকস্থানে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করেছে। এ নিয়ে প্রশাসনের সঙ্গে তিনবার বৈঠক হলেও কোন সুষ্ঠু সমাধান হয়নি। ফলে বুধবার সকাল থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করা হয়। বরিশাল থেকে বরগুনা ও পটুয়াখালীর সবকটি রুটে বাস ধর্মঘট হওয়ায় যাত্রীরা গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহিন বলেন, দীর্ঘদিন থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি তাদের দাবির প্রেক্ষিতে বরিশাল থেকে পশ্চিমাঞ্চলীয় রুটে কোন বাস চলাচল করতে দিচ্ছে না।
×