ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ভারতীয় অনুপ্রবেশকারী আটক

প্রকাশিত: ০৭:৩৭, ১৫ মার্চ ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ভারতীয় অনুপ্রবেশকারী আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবা থেকে ১৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। অনুপ্রবেশকারী এসব ভারতীয় নাগরিক কসবা থানা পুলিশের হেফাজতে রয়েছে। মঙ্গলবার সীমান্তবর্তী কসবার দৌলতপুর থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, কোন পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করে তারা কসবার দৌলতপুর গ্রামে প্রবেশ করে। তখন সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরের ১৫০ গজ ভেতর থেকে বিজিবি তাদের আটক করে। পরে তাদের কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ঘটনাটি জানানো হলে বিএসএফ ত্রিপুরা পুলিশের মাধ্যমে তাদের বিষয়ে অনুসন্ধান চালায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিজিবির হাতে আটককৃত অনুপ্রবেশকারীরা কসবা থানা পুলিশের হেফাজতে রয়েছে। ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহ আলী জানান, বিএসএফের পক্ষ থেকে ত্রিপুরা পুলিশের কাছে তাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। প্রকৃত পক্ষেই তারা ভারতীয় নাগরিক কি না তা খতিয়ে দেখছে বিএসএফ। সঠিক তথ্য প্রাপ্তির পর পতাকা বৈঠকের মাধ্যমেই তাদের হস্তান্তর করা হবে।
×