ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটিতে ভিসি নিয়োগের দাবি

প্রকাশিত: ০৬:২৭, ১৫ মার্চ ২০১৮

শেখ ফজিলাতুন্নেছা  মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটিতে ভিসি নিয়োগের দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৪ মার্চ ॥ মেলান্দহ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জানা গেছে, অবিলম্বে এই বিশ^বিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়ার দাবিতে ৩৫০ ছাত্রছাত্রী বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে। এতে শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে ভিসি নিয়োগ দেয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন তৃতীয়বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র আশরাফুল আজিম ও মুন্না মশিউর। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক আহমেদ কবীর তাদের স্মারকলিপি গ্রহণ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ভিসি নিয়োগ না দেয়ায় এখনও তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ভিন্ন ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সিলেবাস ও প্রশ্নের ধরন সম্পর্কে অবগত না থাকায় তাদের ফল বিপর্যয় ঘটে আসছে। সেখানে পরীক্ষা কেন্দ্রে এবং মৌখিক সাক্ষাতকার বোর্ডের শিক্ষকদের বিমাতাসুলভ আচরণের শিকার হতে হয়। এছাড়াও ময়মনসিংহে যাতায়াত, আবাসন, ছাত্রীদের নিরাপত্তা, খাওয়াদাওয়াসহ নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।
×