ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

উলিপুরে ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়ম

প্রকাশিত: ০৬:২৬, ১৫ মার্চ ২০১৮

উলিপুরে ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়ম

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ১০ টাকা কেজি দরের প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ৩০ কেজির চালের বস্তা প্রতি ২০ টাকা বেশি নিয়ে সুবিধাভোগীদের কিনতে বাধ্য করছে এক ডিলার। এছাড়াও নিম্নমানের চাল রিপ্যাকিং করে ওজন কম দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে। ভুক্তভোগী হতদরিদ্রদের কাছ থেকে এই অতিরিক্ত টাকা আদায়ের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, উলিপুর উপজেলার ওই ইউপির তালিকাভুক্ত ডিলার আব্বাস আলী খাদ্যবান্ধব কর্মসূচীর ৫শ’ ৫৯ সুবিধাভোগীর মার্চ মাসের নির্ধারিত বরাদ্দের চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করে নিয়ে যান। অভিযোগ, ওই ডিলার অত্যন্ত গোপনে উত্তোলনকৃত উন্নতমানের চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রি করে নিম্নমানের চাল বুড়াবুড়ি বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ করে। এরপর এসব চাল ৩০ কেজির স্থলে ২৮ কেজি করে বস্তায় ভর্তি করে তার নিজস্ব সেলাই মেশিন দিয়ে বস্তার মুখ বন্ধ করে। গত সোমবার এসব চাল তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে প্রতি বস্তা ৩শ টাকার পরিবর্তে ৩শ ২০ টাকা নিয়ে কিনতে বাধ্য করে। অতিরিক্ত টাকা দিয়ে চাল কেনার পর ওজনে দেড় থেকে দুই কেজি কম এবং এসব চাল নিম্নমানের । বিষয়টি জানাজানি হলে স্থানীয় অনেকে এর প্রতিবাদে করে। সুবিধাভোগী রেনোকা, মাসুদ, আইয়ুব আলী,আক্কাস আলী,কার্ডধারী রফিকুলের মা করিমন, কার্ডধারী শাহ আলমের স্ত্রী আলেনুনসহ অনেকেই নিম্নমানের চালের অভিযোগ করেন। চাল বিতরণকালে তদারকি কর্মকর্তা মোঃ আব্দুল্যা হিল কাফি উপস্থিত থাকার কথা থাকলেও বিতরণকালে তাকে পাওয়া যায়নি।
×