ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমিতে মানিকগঞ্জ উৎসব

প্রকাশিত: ০৪:২৮, ১৩ মার্চ ২০১৮

বাংলা একাডেমিতে মানিকগঞ্জ উৎসব

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাংলা একাডেমি চত্বরে ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ‘মানিকগঞ্জ উৎসব ২০১৮’। মানিকগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত এ উৎসব চলবে ২৪ মার্চ পর্যন্ত। উৎসবের আহ্বায়ক তাপস সরকার জানান, উৎসব উদ্বোধন হবে এ দিন বিকেল ৪টায়। এতে সভাপতিত্ব করবেন পরিষদের ঢাকার সভাপতি কবি ও গবেষক মোঃ আজহারুল ইসলাম। উদ্বোধনী আলোচনার পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী আবিদা সুলতানা, জানে আলম, রুমানা ইসলাম, আগুন, ইয়াসমিন মুশতারী, আফরোজা সুলতানা রুবি ও ফারহানা নুপুর। মানিকগঞ্জের মুকুল নৃত্যকলা একাডেমির পরিবেশনায় ‘পরী’ নৃত্যনাট্য দিয়ে শেষ হবে প্রথম দিনের আয়োজন। নৃত্যনাট্যটি রচনা করেছেন মুহম্মদ মইনুদ্দীন। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে সকাল ১০টায়। এ দিন শুরুতে থাকবে কবিয়াল কৃষ্ণ গোপাল সরকার বনাম চাঁনমোহন সরকারের কবিগান। বিকেল ৪টায় শুরু হবে ‘মানিকগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য’ শীর্ষক সেমিনার। এ দিন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী কিরণ চন্দ্র রায়, সাঈদুর রহমান বয়াতি, রুপু মমতাজ, খগেন্দ্রনাথ সরকার, লিজা, দিদ্দিকুর রহমান, ইসতিয়াক, তারেক, জেসমিন, হৃদিক জাহান ও লাভু মাফরু। সব শেষে থাকবে নিরাভরণ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘জুঁইমালার সইমালা’। উৎসবের শেষ দিনের অধিবেশন শুরু হবে সকাল ১০টায়। এ দিন পালাগান পরিবেশন করবেন হায়দার আলী দেওয়ান ও লাকী সরকার। এরপর থাকবে গুণিজন সম্মাননা। কাওয়ালি পরিবেশন করবে- ইমন খান ও তার দল। লোকনাট্য গোষ্ঠীর পরিবেশনায় ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ যাত্রাপালার মধ্যদিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ উৎসব।
×