ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরব লীগ সম্মেলনে যোগ দিতে কাতারকে বাধা দেবে না সৌদি আরব

প্রকাশিত: ০৪:২৩, ১৩ মার্চ ২০১৮

  আরব লীগ সম্মেলনে যোগ  দিতে কাতারকে বাধা  দেবে না সৌদি আরব

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন যে, চলতি মাসে রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে কাতার যোগ দিতে পারবে। এজন্য কোন রকম বাধা সৃষ্টি করা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত বছরের জুন থেকে কাতারের ওপর সৌদি আরব নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরব নিউজ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবরাজ মোহাম্মদ ইরান, তুর্কী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে শয়তানের সমসাময়িক ত্রিকোন হিসেবে বর্ণনা করেছেন। সম্মেলন উপলক্ষে রিয়াদ সব আরব দেশগুলোতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছিলেন, আরব লীগ কাতারের সদস্যপদ স্থগিত করে আনুষ্ঠানিক আমন্ত্রণের নিয়ম এড়িয়ে যেতে পারেন। যাতে সম্মেলনে কাতারের যোগদানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকে। তবে বাস্তবতা হচ্ছে সৌদি যুবরাজ বলেছেন, উপসাগরীয় সঙ্কট হয়ত দীর্ঘ সময় ধরে চলতে পারে। এই বক্তব্যটি মিসরের স্থানীয় আল-শোরুক পত্রিকার সম্পাদকের। যা যুবরাজ মোহাম্মদের মিসর সফরকালে পত্রিকাটি মন্তব্য করেছিল। মিসরে ২৬-২৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন। তার কয়েকদিন আগে ২৩ মার্চ অনুষ্ঠিত সম্মেলন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি কাতার সঙ্কট নিয়ে রিয়াদের অবস্থানে বিরোধ নিষ্পত্তির জন্য আবারও প্রশ্ন দেখা দিয়েছে। গত মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রিয়াদের চির-প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ও চরমপন্থীদের সমর্থন করার অভিযোগে দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে। কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও তার মিত্ররা স্থল, সমুদ্র ও বিমান পথ নিষিদ্ধ করে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ১৩টি দাবি সম্বলিত তালিকা পাঠায়। তালিকার মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল আলজাজিরা ও লন্ডনভিত্তিক দ্য নিউ আরব পত্রিকা বন্ধ করা, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়া। কাতার সব অভিযোগ অস্বীকার করে ও দাবি করে দেশকে অস্থিতিশীল করে রাজতন্ত্র বিলোপ করাই নিষেধাজ্ঞা আরোপ করার উদ্দেশ্য।
×