ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে হাঁটছে না মিয়ানমার ॥ অনুপ্রবেশ থামছে না

প্রকাশিত: ০৪:৪৭, ৯ মার্চ ২০১৮

 রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে হাঁটছে না মিয়ানমার ॥ অনুপ্রবেশ  থামছে না

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট ভয়ানক ইস্যুর সুষ্ঠু সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রয়াস এখনও কোন ইতিবাচক সুফল বয়ে আনতে পারেনি। রাখাইনে রোহিঙ্গা জাতি গোষ্ঠীর সদস্যদের ওপর ইতোমধ্যে নানামুখী বর্বরতার যে ঘটনা ঘটেছে তা বিশ্ব সম্প্রদায়ের কাছে ভয়াবহতম হিসেবে চিহ্নিত হয়েছে। মিয়ানমার সরকারের ওপর বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর চাপ এখনও কোন কাজে আসেনি। আর রাখাইনে এখনও রয়ে যাওয়া পৌনে এক লাখের মতো রোহিঙ্গা নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত নতুন করে রোহিঙ্গাদের বড় একটি ঢল বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। টেকনাফের সাবরাং, শাহপরীরদ্বীপ, বাহারছড়া, নোয়াখালীয়াপাড়া পয়েন্ট দিয়ে ৫ শতাধিক রোহিঙ্গা নরনারী ও শিশু অনুপ্রবেশ করেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান জানিয়েছেন, হঠাৎ করে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে প্রেরণ করা হয়েছে। রোহিঙ্গা ডাকাত নিহত ॥ টেকনাফের ত্রাস বহু মামলার পলাতক আসামি হাকিম ডাকাতের অন্যতম সহযোগী হোসেন আলী (৩২) ওরফে বাইল্যা ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।
×