ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চীনের কনসোর্টিয়ামের প্রস্তাবিত দর এক টাকা কমেছে

প্রকাশিত: ০৪:২৮, ৯ মার্চ ২০১৮

চীনের কনসোর্টিয়ামের প্রস্তাবিত দর এক টাকা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হওয়ার ক্ষেত্রে চীনের দুই শেয়ারবাজার শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম প্রস্তাবিত দর কমে ২১ টাকায় নেমে আসবে। ডিএসইর পর্ষদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় এমনটি হবে। প্রস্তাবিত ডকুমন্টেস অনুযায়ী, চীনের কনসোর্টিয়াম ডিএসইর প্রতিটি শেয়ার ২২ টাকা করে প্রস্তাব করেছে। একই সঙ্গে চুক্তি সম্পাদনের আগে লভ্যাংশ দিলে সমপরিমাণ মূল্য কমে আসবে বলে শর্ত দেয়া আছে। এ হিসাবে শেয়ারপ্রতি ১০ শতাংশ বা ১ টাকা লভ্যাংশ ঘোষণা করায়, প্রস্তাবিত দর ১ টাকা কমে ২১ টাকায় নেমে আসবে। ডিএসইর এক উর্ধতন কর্মকর্তা বলেন, চীনের কনসোর্টিয়াম ২০১৭ সালের ৩০ জুনের সম্পদের ভিত্তিতে দর প্রস্তাব করেছে। যে কারণে চুক্তি সম্পাদনের আগে লভ্যাংশ দিলে প্রস্তাবিত দর সমপরিমাণ কমে আসবে বলে কনসোর্টিয়ামটি শর্ত দিয়েছে। এই শর্তের কারণ তারা ২৫ শতাংশ শেয়ার কিনলেও কোন লভ্যাংশ পাবে না। এছাড়া এই শর্ত না থাকলে ডিএসই কর্তৃপক্ষ আরও বেশি লভ্যাংশ আকারে নিয়ে যেত পারত। তাহলে কৌশলগত বিনিয়োগকারীর লোকসান হবে। এক্ষেত্রে চীনের কনসোর্টিয়ামের শর্তটি যুক্তিযুক্ত। ডিএসইর ২০১৭ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) সম্পদ দাঁড়িয়েছে ১১.০৩ টাকা। আর এই সম্পদের ওপর ভিত্তি করে চীনা কনসোর্টিয়াম কৌশলগত বিনিয়োগকারী হওয়ার জন্য প্রতিটি শেয়ার ২২ টাকা করে ৪৮ কোটি শেয়ার কেনার প্রস্তাব করেছে। কিন্তু লভ্যাংশ ঘোষণার ফলে এই সম্পদ কমে আসবে ১০.০৩ টাকায়। এর ফলে শর্ত অনুযায়ী চীনা কনসোর্টিয়ামের প্রস্তাব ২১ টাকায় নেমে আসবে। এদিকে চীনের ডিএসইর ১৮০ কোটি শেয়ারের ২৫ শতাংশ বা ৪৫ কোটি শেয়ার কিনতে প্রতিটি ২২ টাকা দামে ৯৯০ কোটি টাকা দেয়ার প্রস্তাব করেছিল। তবে লভ্যাংশের কারণে তা কমে ২১ টাকা হিসেবে ৯৪৫ কোটি টাকা দেবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারে ১ টাকা হিসেবে মোট ৪৫ কোটি টাকা কমে আসবে। উল্লেখ্য, চীনা কনসোর্টিয়াম টাকার পাশাপাশি ডিএসইর কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নে ৩০০ কোটিরও বেশি টাকা (৩৭ মিলিয়ন ডলার) ব্যয় করবে।
×