ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ॥ পরবর্তী যুক্তিতর্ক ১২, ১৩ ও ১৪ মার্চ

প্রকাশিত: ০৫:১২, ৮ মার্চ ২০১৮

 ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ॥ পরবর্তী যুক্তিতর্ক ১২, ১৩ ও  ১৪ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে পরবর্তী যুক্তিতর্কের জন্য আগামী ১২, ১৩ ও ১৪ মার্চ দিন ধার্য করা হয়েছে। বুধবার আসামি আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদের (জিএম) পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী মোহাম্মদ আলী ও আবদুর রশীদ মোল্লা। আইনজীবী যুক্তিতর্কে বলেন, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ কোনভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি সম্পূর্ণ নির্দোষ। রাষ্ট্রপক্ষ তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। যুক্তিতর্ক শেষে উপরোক্ত দিন নির্ধারণ করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। এ মামলায় এ পর্যন্ত ২৪ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বুধবার ছিল এ মামলায় যুক্তিতর্ক পেশ করার ৫২তম দিন। গত ১ জানুয়ারি মামলার সব আসামিদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ আইনগত যুক্তিতর্ক পেশ শেষ করেন। ঐ দিন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান আইনী পয়েন্টে যুক্তিতর্ক পেশকালে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ ও দৃষ্টান্তমূলক দ-ের স্বপক্ষে বিভিন্ন মামলায় দেয়া উচ্চতর আদালতের বেশকিছু সিদ্ধান্ত তুলে ধরেন।
×