ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দিল্লী ও মুম্বাই সফরে যাচ্ছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৮:২৪, ৭ মার্চ ২০১৮

দিল্লী ও মুম্বাই সফরে যাচ্ছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

কূটনৈতিক রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দিল্লী ও মুম্বাই সফরে যাচ্ছেন। সেখানে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এই প্রতিনিধি দলের বৈঠক হবে। কূটনৈতিক সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব শীঘ্রই দিল্লী সফরে যাচ্ছেন। তার সফরসূচী এখনও চূড়ান্ত না হলেও চলতি মাসেই এই সফর হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে ওবায়দুল কাদেরের এই ভারত সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। ওবায়দুল কাদের দিল্লী ও মুম্বাই সফর করবেন। সে সময় ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক হবে। এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের ভারত সফর হবে দু’দেশের রাজনৈতিক দল পর্যায়ে বন্ধুত্বের সফর। তবে মন্ত্রী হিসেবে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া ভারতের আরও একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতে পারে। এর আগে গত বছর ডিসেম্বরে ওবায়দুল কাদের কলকাতা সফরে গিয়েছিলেন। এবার তিনি দিল্লী ও মুম্বাই সফরে যাচ্ছেন।
×