ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলাকারীর দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৬:৩৭, ৭ মার্চ ২০১৮

জাফর ইকবালের ওপর হামলাকারীর দ্রুত বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ মুক্তমনা লেখক, শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এসব কর্মসূচীতে অংশ নেন। বক্তারা এ ন্যক্কারজনক ঘটনার দ্রুত বিচার দাবি করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সরকারী রাজৈর ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে কর্মসূচীতে অংশ নেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে সমাবেশে হামলার তীব্র নিন্দা ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক নূর মোহাম্মদ আজাদ, নিতীশ চন্দ্র দাস, মাসুদ হোসেন খান প্রমুখ। জয়পুরহাট জাফর ইকবালের ওপর অশুভ শক্তির হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা সচেতন নাগরিক সমাজ-এর আয়োজনে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনে প্রধান সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কমসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল প্রমুখ। বাগেরহাট জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট থিয়েটার ও বিপ্লবী সূর্যসেন ফাউন্ডেশন। এতে বক্তব্য দেন, অধ্যাপক জ্ঞানরঞ্জন চক্রবর্তী, বাগেরহাট থিয়েটরের প্রতিষ্ঠাতা ও নাট্যব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ। পিরোজপুর অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে আন্তঃ স্কুল বিতর্ক ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন। নীলফামারী মুক্তমনা জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে জলঢাকা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার উদ্যোগে জিরোপয়েন্ট মোড়ে কর্মসূচী পালন করা হয়। অপরদিকে একই দাবিতে জেলা শহরে দুপুরে ওয়ার্কার্স পার্টির পক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। নেত্রকোনা জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর জঙ্গী হামলার প্রতিবাদে মঙ্গলবার নেত্রকোনায় বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের স্থানীয় জেলা শাখা ও জেলা শহরের সাতপাই আদর্শ শিশু বিদ্যালয় পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। মহিলা পরিষদের উদ্যোগে বেলা ১১টায় শহরের পুরাতন কালেক্টরেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মঞ্জু রানী সরকার, আলী আমজাদ খান, মারুফ হাসান খান অভ্র, জিয়াউর রহমান খোকন, সাইফুল্লাহ এমরান ও তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
×