ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন

প্রকাশিত: ০৬:৩৫, ৭ মার্চ ২০১৮

রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর সাহেববাজার এলাকার ঐতিহ্যবাহী আরডিএ মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের দোতলার ৭৯ নম্বর দোকানে ধোঁয়া দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। এরই মধ্যে আগুন পাশের ৭৮ নম্বর দোকানেও চলে যায়। দুটি দোকানই কাপড়ের। ৭৯ নম্বর দোকানটির নাম এফএম ফ্যাশান। অপরটি আফসারা ফ্যাশন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, তাদের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে ৭৯ নম্বর দোকান আগুন লাগে। পরে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এফএম ফ্যাশন পুরোপুরি পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আফসারা ফ্যাশন বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে একই রাতে জেলার চারঘাট উপজেলার কালিকাড়া গ্রামে দুটি বাড়িতে অগ্নিকা-ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। কটিয়াদীতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদী উপজেলার করাগঁও ভাট্টা গ্রামে মঙ্গলবার দুপুরে অগ্নিকা-ে দুটি বসতঘর পুড়ে গেছে। এ সময় গৃহকর্ত্রী কুলসুম আক্তার আগুনে পুড়ে আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের সাথে যুক্ত গ্রামের কামাল মিয়ার তালাবদ্ধ বসতঘরের মিটার থেকে প্রথমে অগ্নিকা-ের সূত্রপাত হয়।
×