ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ের মধ্যে রাইটের অর্থ ১৯ শতাংশ অব্যবহৃত রেখেছে বিডি থাই

প্রকাশিত: ০৪:৪৮, ৭ মার্চ ২০১৮

নির্ধারিত সময়ের মধ্যে রাইটের অর্থ ১৯ শতাংশ অব্যবহৃত রেখেছে বিডি থাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিডি থাই এ্যালুমিনিয়ামের রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ১৯ শতাংশ অব্যবহৃত রয়েছে। এক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য বরাদ্দকৃত অর্থও অব্যবহৃত রয়েছে। অথচ এক দিনেই ঋণ পরিশোধ করা সম্ভব। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পক্ষে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২০১৬ সালে ৫২ কোটি ৩৪ লাখ টাকা সংগ্রহ করা হয়। যা ব্যবহারের জন্য ১৫ মাস বা ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও ১০ কোটি ২ লাখ টাকা অব্যবহৃত রয়েছে। যা রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থের ১৯ শতাংশ। বিডি থাই এ্যালুমিনিয়ামের জমি উন্নয়ন, ভবনের কাজ, মেশিনারিজ আমদানি ও দেশে ক্রয়, পণ্যে বৈচিত্রতা আনার জন্য বিনিয়োগ, চলতি মূলধন, ঋণ পরিশোধ, সিকিউরিটি অর্থ হিসেবে ডিপোজিটের জন্য রাইটের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও শুধুমাত্র ভবন, দেশে মেশিনারিজ ক্রয় ও চলতি মূলধনের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহার সম্পন্ন হয়েছে। এদিকে এখনও জমি উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ অব্যবহৃত রয়েছে। এছাড়া মেশিনারিজ আমদানির ৬২ শতাংশ, নতুন পণ্য বা বৈচিত্র পণ্য তৈরিতে বিনিয়োগে ৯৫ শতাংশ, ঋণ পরিশোধের ৭ শতাংশ, ডিপোজিটের ১০০ শতাংশ ও রাইট শেয়ার ইস্যুতে ব্যয়ের ৮৩ শতাংশ অর্থ অব্যবহৃত রয়েছে। উল্লেখ্য, বিডি থাই এ্যালুমিনিয়াম ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ার শুধুমাত্র অভিহিত মূল্যে ইস্যু করা হয়। আর এই শেয়ার ইস্যুর লক্ষ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত টাকা জমা দেয়ার সুযোগ ছিল।
×