ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিলবোর্ডের ইতিহাসে নতুন চমক ক্যামিলা কাবেল

প্রকাশিত: ০৭:৪৩, ১ মার্চ ২০১৮

বিলবোর্ডের ইতিহাসে নতুন চমক ক্যামিলা কাবেল

মাত্র কুড়ি বছর বয়স তার। এই বয়সেই গায়িকা এবং গীতিকার হিসেবে দুনিয়াজুড়ে খ্যাতি, পরিচিতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে তার। সাম্প্রতিক বিলবোর্ডের শীর্ষ ২০০-এর তালিকায় ১ নম্বর অবস্থানে ঠাঁই পেয়ে গেছেন তিনি প্রথম নিজস্ব একক এ্যালবামের সুবাদে। হ্যাঁ, তিনি ক্যামিলা কাবেল। আমেরিকান-কিউবান এই তন্বী গায়িকার গান এখন সবার মুখে মুখে, তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে। খুব বেশি দিন হয়নি ক্যামিলার ‘হাভানা’ গানটি রিলিজ হয়েছে। এই গানটি তাকে খুব দ্রুত নিয়ে গেছে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে। খুব কম সময়ের মধ্যে এত বড় সাফল্য সচরাচর মেলে না অল্প বয়সী কোন গায়িকার কপালে। কয়েক সপ্তাহ আগে রিলিজ হওয়া তার প্রথম এ্যালবাম ‘ক্যামিলা’ ইতোমধ্যে সাফল্যের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এক সপ্তাহের মধ্যেই বিলবোর্ডের শীর্ষ ২০০-এর তালিকায় ১ নম্বর অবস্থানটি দখল করে নিয়েছে তার এই নতুন একক এ্যালবাম। মাত্র ৫ বছর আগে ২০১২ সালে ‘ট্যালেন্ট হান্ট শো দ্য এক্স ফ্যাক্টর’-এর দ্বিতীয় সিজনে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেন। মাত্র ১৫ বছর বয়সে আরও কয়েকজন এক্স ফ্যাক্টর প্রতিযোগীকে নিয়ে গার্লস ব্যান্ড ‘ফিফথ হারমোনি’ গঠন করেন। তাদের গান এবং দুর্দান্ত পারফরমেন্স বাজিমাত করে শুরুতেই। এরপর একের পর এক চমক সৃষ্টি করেন বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে রেকর্ড বের করার জন্য চুক্তিবদ্ধ হয়ে। অল্প বয়সী ক্যামিলা ‘ফিফথ হারমোনি’ ব্যান্ডের একজন গায়িকা হিসেবে দ্রুত পরিচিতি পেয়ে যান, যা তা তার এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করে তুলেছিল। কিন্তু গার্লস ব্যান্ড ‘ফিফথ হারমোনির’ সঙ্গে বেশি দিন এক সঙ্গে থাকা হয়নি ক্যামিলার। গ্রুপ থেকে বেরিয়ে এককভাবে নিজের অস্তিত্ব তুলে ধরেন তিনি। এখানে তার ভাগ্য সুপ্রসন্ন হয়। এই সময়ের আলোচিত জনপ্রিয় গায়িকা হিসেবে রীতিমতো ক্রেজ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তিনি। ক্যামিলা দর্শক- শ্রোতাদের রুচি ও পছন্দকে খুব বেশি গুরুত্ব দেন। আর এ জন্যই নতুন একক এ্যালবাম প্রকাশের আগে জনপ্রিয় ব্যাপার ইয়ং থাগের সঙ্গে ‘হাভানা’ গানটি প্রকাশ করেন। এটা তার ক্যারিয়ারে নতুন মোড় সৃষ্টি করেছে বলা যায়। ক্যামিলা কাবেলের নতুন এ্যালবামে রয়েছে মোট ১১টি গান। খুব শীঘ্রই এ্যালবামের গানগুলো নিয়ে কনসার্ট ট্যুরের পরিকল্পনা করছেন না তিনি। আপাতত সাফল্যটা অনুভব করছেন পুরোদমে। বিলবোর্ডের ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন ক্যামিলা। গত ৩ বছরে তিনিই প্রথম নারী যিনি প্রথম এক এ্যালবাম দিয়ে শীর্ষ ২০০-এর তালিকায় প্রথম অবস্থানটি দখল করতে সক্ষম হয়েছেন। এর আগে ২০১৫ সালে আরেক গায়িকা মেগান ট্রেইনার শীর্ষে পৌঁছে ছিলেন। ২০১৩ সালের পর ক্যামিলাই প্রথম সবচেয়ে কম বয়সী নারী যিনি বিলবোর্ডের সেরা ২০০-এর শীর্ষ স্থানটি দখল করতে সক্ষম হয়েছেন। আরিয়ানা গ্র্যান্ডে ২০১৩ সালে সবচেয়ে কম বয়সী গায়িকা হিসেবে সাফল্যের এই শীর্ষ স্থানটি দখল করতে পেরেছিলেন। কিউবার হাভানায় পূর্ব প্রান্তে ক্যামিলার জন্ম আর পরিবার হাভানা এবং মেক্সিকো সিটিতে বসবাস করত। এক সময়ে তারা আমেরিকায় পাড়ি জমান এবং মায়ামিতে নতুন ঠিকানা গড়েন। এখানেই তার বেড়ে ওঠা এবং স্কুলজীবন কেটেছে। মায়ামি থেকেই গানের অঙ্গনে বিচরণ শুরু। এখন ক্যামিলা কাবেলের নাম বিশ্বের আলোচিত জনপ্রিয় গায়িকাদের সারিতে ঠাঁই পেয়ে গেছে। গার্লস ব্যান্ড দিয়ে মিউজিক ক্যারিয়ার শুরু করেছিলেন আজকের অনেক জনপ্রিয় গায়িকাই। তাদের দলে যুক্ত হয়েছেন ক্যামিলা কাবেল। অল্প সময়ের পথ চলায় এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছেন এবং সাফল্যের নতুন নজির স্থাপন করেছেন। আনন্দকণ্ঠ ডেস্ক
×